হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি

| রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩৩ পূর্বাহ্ণ

হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ২দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যাক্রম ও লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন করা হয়।গত শুক্রবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষাক ও ৭৫ বছর পূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ নাসিম উদ্দিনের সভাপতিত্বে অনলাইন রেজিস্ট্রেশন ও লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ইব্রাহিম খলিল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহজাদা আলম, দিদার আনিছ, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, আজম উদ্দিন, সাইদুজ্জামান, মো. এমরান, মো. ফয়সাল, শাব্বির আহমদ হোসাইনী, মোহাম্মদ আলমগীর, মোছাম্মদ তানজিলা প্রমুখ।৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আগামী ১৭ ও ১৮ মার্চ ২দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও সিডিএ মডেল আ/এ কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বায়তুশ শরফে ইছালে ছওয়াব মাহফিল