সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সাথে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুলের নেতৃত্বে গতকাল বুধবার জাসদ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে অন্যদের মাঝে জাসদ নেতা বেলায়েত হোসেন, মোহাম্মদ হোসেন, মফিজুর রহমান, বোধিপাল বড়ুয়া, হারুনুর রশিদ, নান্টু বড়ুয়া, মোহাম্মদ সোলেমান, ইলিয়াস ফয়েজী, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জাসদ নেতৃবৃন্দ সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ সল্টগোলায় উদ্ধার করা জায়গায় সরকারি হাসপাতাল নির্মাণে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। শীঘ্রই আগ্রাবাদ হালিশহর এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং এবারের বর্ষা মৌসুমে তার সুফল পাওয়া যাবে।
তিনি বলেন, হালিশহর পতেঙ্গার সৌন্দর্যবর্ধনে সিডিএ পদক্ষেপ নেবে এবং বেহাত হওয়া সম্পত্তি উদ্ধারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। সিডিএ চেয়ারম্যানকে জাসদ নেতৃবৃন্দ বেহাত সম্পত্তি উদ্ধার করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












