হালিশহর দরবারের পীরের মায়ের ইন্তেকাল

| শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

হালিশহর দরবার শরীফের পীরে কামেল মাওলানা সৈয়দ শামসুল হক মুহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিনী এবং বর্তমান পীর মাওলানা সৈয়দ মুহাম্মদ মুনিরুল হকের মা আনোয়ারা বেগম (৭২) গতকাল বৃহস্পতিবার ভোরে স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহে… রাজেউন)। তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি ৫ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। মরহুমার নামাজে জানাযা গতকাল বাদ আছর হালিশহর দরবার শরীফে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন সৈয়দ মুহাম্মদ মুনিরুল হক। জানাযা শেষে হালিশহর দরবার শরীফে তাঁর দাফন সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ায় করোনাভাইরাসে মৃত্যু ৬ লাখ ছাড়াল
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি সভা সম্পন্ন শুক্লাম্বর দীঘির মেলা ১৪ জানুয়ারি