হালিশহর থানা ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের মাতা জোহরা ফাতেমার দোয়া কামনায় আজ রোববার হালিশহরের বন্দর নগরী বহুমুখী সমবায় সমিতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায় ও দুস্থদের নিয়ে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হালিশহর থানা ছাত্রলীগের সভাপতি আশফাক আজিম খান অভির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ওমর ফারুক রাফি, সমাজসেবা সম্পাদক মো. ইফতিখার, আইন বিষয়ক সম্পাদক শফিক আহমেদ রাহাত, তথ্য ও গবেষণা সম্পাদক নুরে রাহি, উপ আইন বিষয়ক সম্পাদক মঞ্জুর আলম, সহ সম্পাদক রাহাতুল ইসলাম, সদস্য এস.এম আল আমিন, ইফতেখার উদ্দিন, মো. মামুন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগ নেতা আবিদ, মো. আলো, মো. রবিন, মো. সানবি, মো. রায়হান, মো. সাদ্দাম, মো. ফাহিম, মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে আশফাক আজিম খান বলেন, ছাত্রলীগ করতে হলে আগে পড়ালেখায় মনযোগী হতে হবে। দেশের উন্নয়ন বাধাদানকারী ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ছাত্রলীগ নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতা সংগ্রামসহ দেশের যে কোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগের গৌরবান্বিত ইতিহাস রয়েছে। সেই ইতিহাস ধরে রাখতে সর্বদা প্রস্তুত ছাত্রলীগ।