আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর হালিশহর চক পেনসিল ইংলিশ স্কুলের ২য় ও ৩য় শ্রেণিতে গত ২৬ মে গল্প আহরণ প্রতিযোগিতার তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। হেড অব অ্যাডমিন শাকিল হোসেনের পৃষ্ঠপোষকতা এবং প্রিন্সিপাল শাহেদ আরা ফারিয়ার তত্ত্বাবধানে প্রতিযোগিতার শুরুতে শিক্ষার্থীদের গোলাপ ও শাপলা দলে ভাগ করা হয়। এতে বিচারক ছিলেন সিনিয়র শিক্ষক আশরাফুন নেছা। তিনি বিকাশ শিশুদের গল্পের ঝুলি (নীল বই) থেকে ‘গুপ্তধন’ গল্পটি শিক্ষার্থীদের দুইবার পাঠ করে শোনান। এরপর দলগতভাবে স্মৃতি থেকে বলার পর্বে অংশ নেয় মানজিল মুমতাহাম লাবিবা, রাফান ওয়াজেদ, মাইসূরা, আয়াশ রহমান আয়ান, মায়ামিন নায়রা বিনতে হোসাইন, মাজহারুল ইসলাম রাফি, সাইফান মাহমুদ চৌধুরী, মোহাম্মদ মাহাবীর আইধ প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাজহারুল ইসলাম রাফি। দলগতভাবে শাপলা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের এক সপ্তাহের মধ্যে গল্পটি লিখে শ্রেণি শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য বলা হয়। প্রতিযোগিতায় সঞ্চালক ছিলেন আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।