আজকের তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূল চালিকাশক্তি। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের লক্ষ্য অর্জনের পথে অবিচল রাখতে প্রেষণার কোনো বিকল্প নেই। প্রেষণা প্রদানের একটি কার্যকর উপায় হলো শিক্ষার্থীদেরকে তাদের অর্জনের স্বীকৃতি প্রদান। কোমলমতি শিক্ষার্থীদের চমকপ্রদ একাডেমিক অর্জনের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে গত ৫ অক্টোবর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আয়োজন করে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা–২৪। অনুষ্ঠানে ২০২৩ এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ২৫৭ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ডালিয়া বড়ুয়া। এরপর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সবচেয়ে চিত্তাকর্ষক দৃশ্য ছিল অধ্যক্ষ কর্তৃক শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ শিক্ষার্থীদের সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। আপ্যায়ন প্যাকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।