হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৬ জানুয়ারি সোমবার হালিশহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার ও স্কুলের বহুমুখী মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দীন রানা। বিশেষ অতিথি ছিলেন বেগম তানিয়া ওয়াহিদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে মনোজ্ঞ কুচকাওয়াজ, পিটি, ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজো, বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোর্শেদ তার বক্তব্যে অনুষ্ঠানে আগত সকল সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধচবি শহীদ আবদুর রব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধমহানগরী পাইওনিয়র ফুটবল লিগ আজ শুরু