হালিশহর ও বহদ্দারহাটে লোটোর দুটি আউটলেট উদ্বোধন

| বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

বিশ্ববিখ্যাত ইটালিয়ান ব্র্যান্ড লোটো ও ইংল্যান্ডের লি কুপার ব্র্যান্ডের আন্তর্জাতিক মানের সুপরিসর ফ্ল্যাগশিপ আউটলেট চট্টগ্রাম নগরীর হালিশহরে জি ব্লকে এবং বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি মলে গতকাল মঙ্গলবার যুগপৎ ও আড়ম্বরপূর্ণভাবে উদ্বোধন করা হয়েছে। এই আউটলেট দুটি কোম্পানির ১২৩তম ও ১২৪তম আউটলেট।

ফ্যাশন সচেতন চট্টগ্রামবাসীর অত্যন্ত পছন্দের ব্র্যান্ড লোটো ও লি কুপারের অভূতপূর্ব সাড়ার পরিপ্রেক্ষিতে এবং ক্রেতা সাধারণের দোরগোড়ায় পৌঁছানোর নিমিত্তে এই আউটলেট দুটি কোম্পানির পক্ষ থেকে চট্টগ্রামবাসীর জন্য উপহার। উদ্বোধন উপলক্ষে লোটো ও লি কুপার উদ্বোধনের দিন থেকে প্রথম তিন দিন প্রতিদিন প্রথম ৫০ জন ক্রেতাকে ৫০% ডিসকাউন্ট, পরবর্তী ২০ জনকে ৪০%, পরবর্তী ২০ জনকে ৩০%, পরবর্তী ২০ জনকে ২০% এবং তারপরের সকল কাস্টমারকে সকল পণ্যের উপরে ১০% ছাড়ের ঘোষণা করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন উপপুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম এবং উপপুলিশ কমিশনার (পশ্চিম) হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া, ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু, দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রধান জাহিদুল ইসলাম কচি। এছাড়া অনুষ্ঠানে লোটো ও লি কুপার ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী জাভেদ ইসলাম, আবু তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন। আউটলেট দুটিতে ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় এবং অভূতপূর্ব সাড়ায় কোম্পানি তার ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবার হোঁচট খেলে মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না : মাহফুজ
পরবর্তী নিবন্ধ৭৮৬