ঘূর্ণিঝড় মোখা আঘাত হানলে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় নানান প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সেই ধারাবাহিকতায় গতকাল চসিকের ১১, ২৬ নং ওয়ার্ড এলাকায় বসবাসরত অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শুকনো খাবার বিতরণ করেন মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি।
ঘূর্ণিঝড় মোখা আঘাত হানলে যাতে তাদের জানমালের কোনো ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকার জন্য অবহিত করেন কাউন্সিলর। দুর্যোগের সময় নিকটতম আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়ার পরামর্শ দেন তিনি।
কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি বলেন, পূর্বে আমি যে কোনো দুর্যোগময় সময়ে আমার এলাকার দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে যেভাবে কাজ করেছিলাম, তেমনিভাবে ভবিষ্যতেও আমি কাজ করে যাব। প্রেস বিজ্ঞপ্তি।