নগরীর হালিশহর আর্টিলারি সেন্টারের ক্যান্টিনের স্টোর রুমের নিচতলায় আগুন গতকাল বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ইফতেখার উদ্দীন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল পৌণে সাতটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটে নাই।