নগরীর হালিশহর থানাধীন রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকার বিলকিস হাউজ বিল্ডিংয়ের একটি আবাসিক ফ্ল্যাট থেকে ৫০ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেন্সিডিল জব্দ করেছে র্যাব। এছাড়া অভিযানে সাজ্জাদ হোসেন সজীব (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। আটক সাজ্জাদ রঙ্গিপাড়া এলাকার মো. সালাউদ্দিনের ছেলে।
চট্টগ্রাম র্যাবের উপপরিচালক মো. সাদমান সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাজ্জাদ জানিয়েছে–দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে সে জড়িত। কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর নিকট সরবরাহ করে আসছিলো। বৃহস্পতিবারের অভিযানে উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য আট লাখ টাকা।












