হালিশহরে ৩ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন উত্তর হালিশহরে তিনতলার একটি ভবন থেকে থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে বশির শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সালাউদ্দিন (৪৫) একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, উত্তর হালিশহর তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাউদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে বিকেলে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধগলায় ফাঁস দিয়ে পোশাক কর্মীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধ‘দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক অবস্থা বদলে দেবে পদ্মা সেতু’