হালিশহরে ২৬ মামলার আসামি মনির গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

মো. মনির হোসেন (৩০) নামে ২৬ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর হালিশহর থানাধীন ঈঁদগাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির ভোলা জেলার দৌলতখান থানাধীন চর খলিফা গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, মনির নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ২৬টি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসোয়া ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধ৬ দিনব্যাপী ফার্নিচার মেলা শুরু ফার্নিচার শিল্পে আধুনিকতার ছোঁয়া