রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে হালিশহর ১নং রোডের কে ব্লকে বসবাসরত মুর্শিদা বেগম ও ফাহিমা আক্তারের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন জাহেদুল করিম বাপ্পী সেলাই মেশিন তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, মুরাদ আহম্মেদ শাওন, আদিব হায়দার ইসনান, জিয়াউল হক আল মালেকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।