হালিশহরে শিশু সাঈদের মৃত্যুর ঘটনায় সৎ বাবা গ্রেফতার

| বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর হালিশহরে ২০ মাস বয়সী শিশুর (সাঈদ) মৃত্যুর ঘটনায় তার সৎ বাবা আদনান রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি দুপুরে হালিশহর থানার মনির চেয়ারম্যানের বাড়ি এলাকার একটি বহুতল ভবন থেকে শিশু সাঈদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, শিশু সাইদের পরিবার তার মৃত্যুর ঘটনাকে হত্যা বলে সন্দেহ করছে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্দেহজনক হিসেবে আদনান রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়নাতদন্তের পর জানা যাবে- ঘটনাটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু। তিনি বলেন, ঘটনার পর থেকে আদনান পালিয়ে ছিলেন বলে পরিবারের অভিযোগ।

বৃহস্পতিবার হালিশহর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার এড়াতে ২২ বছর আত্মগোপন, নগরীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসড়ক দখল করে প্রভাবশালীদের বাড়ি নির্মাণ