হালিশহরে শাপলা পূজা উদ্‌যাপন পরিষদের আলোচনা সভা

| শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৩২ পূর্বাহ্ণ

শুভ মহালয়া ভক্তদের হৃদয়ে দেবী দুর্গার আগমনী বার্তা নিয়ে আসে বলে অভিমত প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। গত বুধবার দক্ষিণ মধ্য হালিশহরস্থ শাপলা পূজা উদ্‌যাপন পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মত প্রকাশ করেন।
পূর্ব শিকারপুর, হাটহাজারী শ্রী শ্রী গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের উপাধ্যক্ষ স্বরূপ দাশ বাবাজীর মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও সংগঠনের সভাপতি উত্তম কুমার দত্তের সভাপতিত্বে এবং স্বরূপ দত্ত রাজুর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইন্দু নন্দন দত্ত। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শংকর মঠ সংস্কৃত কলেজের প্রভাষক পন্ডিত অনির্বাণ ভট্টাচার্য (সুমন), বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি- বাগীশিক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন শাপলা সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক অশোক কুমার চৌধুরী। আরও বক্তব্য রাখেন শাপলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রাজীব দত্ত, সাধারণ সম্পাদক লিংকন দে সান্টু, যুগ্ম-সভাপতি কৃষ্ণ দাশ, উজ্জ্বল দেবনাথ, সুমন কান্তি শর্মা, বিনয় দে লিমন প্রমুখ। সঙ্গীত এবং নৃত্য পরিবেশনায় ছিলেন টেলিভিশন ও বেতার শিল্পী শুভ্রজিৎ চক্রবর্ত্তী, জয়শ্রী ধর, মিতালী রায়, সুমন তালুকদার, অপু চক্রবর্ত্তী, তিথি মিত্র, ইমু দে, সেঁজুতি দাশ, সুদীপ দত্ত জিমি, পূর্বাশা দত্ত, পূর্ণিমা চৌধুরী, অর্ণা দে, দেববর্ণা চক্রবর্ত্তী প্রমুখ। শুভ মহালয়ার মঞ্চ সজ্জ্বায় ছিলেন সুমন দত্ত, আলোকসজ্জ্বায় লাইট ভিশন এবং প্রযুক্তিগত সহায়তায় ছিলেন সুপল দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে রহমানিয়া দরবার শরীফের ওরশ
পরবর্তী নিবন্ধপরীক্ষার ১৭ বছর পর ভাইভা