হালিশহরে যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৩:১৮ অপরাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন একটি বাসায় অভিযান চালিয়ে যৌতুক মামলার আসামি এজাজুল বারী চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এর আগে রাতে ভুক্তভোগী ফরিদা ইয়াছমিন মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. সবুজ বলেন, ফরিদা ইয়াসমিন নামে এক ভুক্তভোগী তার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ এনে মামলা দায়ের করেন। একই দিন রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হালিশহর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, আটক এজাজুল বারী চৌধুরীকে আজ (গতকাল শুক্রবার) আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধসুলতানপুর কালী বিগ্রহ মন্দিরের শ্যামা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা