হযরত শামশুল ওলামা মৌলভী নাদের আলী শাহের (রঃ) বার্ষিক ওরশ ও ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল গত ১০ অক্টোবর ৩৮নং ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহর শেখ হাজি আব্দুল আলী মালুম বাড়িতে উদযাপিত হয়েছে। মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মালুম মসজিদের পেশ ইমাম মোঃ আবুবকর সিদ্দিক। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী দিল মোঃ মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম, ওয়াহেদুল আলম, মোঃ সেলিম রেজা সেলিম, ইয়াসির আরাফাত, জীবন, মোঃ রায়হান মুরাদ প্রমুখ। উক্ত মিলাদ মাহফিলে দেশ জাতির সমাজের সকলের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত কামনা করা হয়।
বক্তারা ওরশ উদযাপন কমিটির প্রধান মোতওয়াল্লি এমডি মহসিন মুরাদ ও প্রধান পৃষ্ঠপোষক এম ইউ এম আবুল হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।