মানব সম্প্রদায় যতবার ঈমানের দুর্যোগে পতিত হয়েছে ততবারই মহান আল্লাহ পথপ্রদর্শক প্রেরণ করে অসীম দয়া প্রদর্শন করেছেন। আইয়্যামে জাহেলিয়াত যুগে মানুষ যখন গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছিল ঠিক তখনি প্রিয় নবী (দ.) কে ধরার বুকে প্রেরণ করে মানুষের উপর সর্বশ্রেষ্ঠ দয়া করেছেন। প্রিয় নবীজি পৃথিবীর বুকে এসে সমাজকে এমনভাবে সংস্কার করেছেন কাফেরকে দিয়েছেন ঈমানের আলো, বেইনসাফির দিলে দিয়েছেন ইনসাফের অনুভূতি, অপসংস্কৃতির মাঝে প্রতিষ্ঠা করেছেন ইসলামের পবিত্র নিয়মকানুন, হিংসা বিদ্বেষ রিয়ার পরিবর্তে মানুষের মাঝে এনেছেন মানবতার মূল্যবোধ, ভালোবাসার চেতনা, হালাল জীবন যাপনের অপূর্ব উপলব্ধি। গতকাল শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং এস্টেট মাঠে (বিডিআর মাঠ) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৯ নং হালিশহর ও আগ্রাবাদ শাখার উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, মাওলানা ইসহাক মুনিরী প্রমুখ। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা এইচ এম আবু বকর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, মাওলানা আবু হোরাইরা, মাওলানা হেলাল উদ্দিন আল কাদেরী, মুফতি ফয়েজ্্উল্লাহ, হযরতুল আল্লামা মুহাম্মদ আবদুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।