চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে নগরীর উত্তর হালিশহর নাথপাড়া দুলাল মেম্বারের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গত শুক্রবার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে মানবিক উপহার হিসেবে কম্বল, শাড়ি ও লুঙ্গি এবং হালিশহর থানা পূজা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি সুমন দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ দাশ অসিত, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, এড. নটু চৌধুরী, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সহ-দপ্তর সম্পাদক রিপন রায় চৌধুরী, সদস্য রাসেল দত্ত, হালিশহর থানা পূজা পরিষদের সভাপতি লিটন দেবনাথ, সাধারণ সম্পাদক সুমন দেবনাথ দুলাল নাথ মেম্বার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।