হালিশহরে বিপুল পরিমাণ ব্যান্ডরোল, বিদেশি মুদ্রা ও টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৭:১৪ অপরাহ্ণ

নগরীর হালিশহরের চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলরের গোডাউনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ পুলিশের যৌথ অভিযান চলছে।

এতে বিপুল পরিমাণ সিগারেটের ব্যান্ডরোল, বিদেশি মুদ্রা (ডলার) ও টাকা উদ্ধারের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রমনা আবাসিকের মসজিদ গলির এক গোডাউনে এ অভিযান চালানো হয়।

এতে অংশ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও পুলিশসহ যৌথ বাহিনীর একটি টিম; এমন তথ্য জানালেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘অভিযান এখনো চলমান। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তাসহ সিএমপি হালিশহর থানার একটি টিম রয়েছে। এখনো ফিরে আসেনি থানায়।’

হালিশহর থানার এসআই মোজাম্মেল হক জানান, ‘কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষ অভিযানটি চালাচ্ছে। আমরা শুধু ব্যাকআপ টিম হিসেবে কাজ করছি। তবে বাসাটি গোডাউনের মতো।’

অন্যদিকে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল কুদ্দুস বিশ্বাস বলেন, ‘অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

বিস্তারিত আসছে…

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধচুনতির পরিবেশ ও অভয়ারণ্যের জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে ধরার মানববন্ধন
পরবর্তী নিবন্ধরাউজানে বাজার মনিটরিং অভিযানে ৪ ব্যবসায়ীর অর্থদণ্ড