হালিশহরে বস্তিতে আগুন, পুড়ল ৯ ঘর

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:৪৯ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন গ্রিন ভিউ আবাসিক এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্রিন ভিউ আবাসিক এলাকার একটি বস্তিতে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। রাত ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। টিনের ছাউনির ৯ কক্ষের কাঁচাঘর আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ছাত্রশিবিরের দারসুল কুরআন ও গণ ইফতার
পরবর্তী নিবন্ধকাপ্তাই রাস্তার মাথায় চাঁদাবাজি মামলার সাত আসামি গ্রেপ্তার