হালিশহরে ফার্নিচারের দোকানে আগুন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর বি ব্লক এলাকায় ফার্নিচারের দোকানহ মোট তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে তিন লাখ টাকা পরিমাণের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮ লাখ টাকা পরিমাণের সম্পদ। গতকাল রোববার সন্ধা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণ করে। এতে দুটি ইউনিটের মোট চারটি গাড়ি কাজ করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা এনামুল হক আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালে সিভিল ডিফেন্সের মহড়া
পরবর্তী নিবন্ধচিটাগাং লায়ন্স ক্লাবের বোর্ড মিটিং