হালিশহরে নালায় যুবকের বস্তাবন্দি লাশ

পুলিশ বলছে, শরীরে আঘাতের চিহ্ন মেলেনি লাশ চমেক হাসপাতালে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

নগরের বন্দর থানার হালিশহর আনন্দবাজার ময়লার ডিপোর পাশে ড্রেন থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান নিহত যুবকের নাম জয়ন্ত দাশ। ওই যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। গতকাল রাত পর্যন্ত ওই যুবকের পরিবারের কাউকে পাওয়া যায়নি। লাশ পড়ে আছে চমেক হাসপাতালে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা নালার পাশে একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে বন্দর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম আজাদীকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবার বা তার পরিচয় জানার জন্য আমরা চেষ্টা করছি। তবে আমরা স্থানীয়ভাবে বিভিন্নজন থেকে শুনছি তার নাম জয়ন্ত দাশ। তার পরিচয় এবং হত্যাকাণ্ড সম্পর্কে জানার জন্য আমরা নানান ভাবে চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তবে স্থানীয় একটি সূত্র জানায়, নিহত ব্যক্তির বাড়ি গোপালগঞ্জ জেলায়। বর্তমানে তিনি হালিশহর আনন্দবাজার এলাকায় একটি বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
পরবর্তী নিবন্ধবার্মা সাইফুলকে ঢাকার গুলশান থেকে ‘আটক’ করা হয়েছে