নগরীর হালিশহরের ছোটপুল এলাকার ব্রিকফিল্ড বইল্যার কলোনী থেকে ১৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ দুই হাজার ১০০ টাকা ও তিন বান্ডেল তাস উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতারা হলো, রবিউল হোসেন, রফিক হাওলাদার প্রকাশ বাচা, আব্দুস সালাম, রবিউল আউয়াল, সোহেল, মো. কাউসার, শহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, নুর নবী, শিপন মিয়া, মো. ইসমাইল, মো. মাসুদ, মো. সবুজ ইসলাম ও সুমন হোসেন। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।