হালিশহরে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ, আহত ৩

চাঁদার টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর এ ব্লকে চাঁদার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে সোহেলের অবস্থা গুরুতর। সে নিজেই একটি গ্রুপের লিডার। অন্য গ্রুপটির নেতৃত্ব দেয় বক্কর নামে এক তরুণ। গত বুধবার মধ্যরাতে সংঘর্ষের ঘটনাটি ঘটে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজাদীকে বলেন, সংঘর্ষের ঘটনায় কোন পক্ষ অভিযোগ নিয়ে এলে অবশ্যই মামলা হবে। সোহেল ও বক্কর এলাকার চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, হালিশহর এ ব্লকে জুয়ার আসর, মাদক বিক্রি, নির্মাণাধীন ভবনে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কাজ থেকে চাঁদা আসে এ দুটি গ্যাংয়ের হাত দিয়ে। এ দুটি গ্রুপের বড়ভাই হিসেবে এলাকায় প্রভাব খাটান মিল্টন, রবিনসহ কয়েকজন। গত বুধবার রাতে চাঁদার টাকার ভাগ কম পড়ায় সোহেলের ওপর হামলা করে বক্কর গ্রুপ। আহত হয় সোহেলসহ তিনজন। আহত সোহেল দুইটি হত্যা মামলার আসামি এবং বক্কর একাধিক ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি

পূর্ববর্তী নিবন্ধজুলাইয়ে আবার গণ টিকাদান শুরুর আশা মুখ্য সচিবের
পরবর্তী নিবন্ধসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর