নগরীর হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোড এলাকায় ট্রাকের ধাক্কায় মোস্তাক আহমেদ নামের এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সে হালিশহরের ছোটপুল এলাকার শান্তিবাগ আবাসিক এলাকার বাসিন্দা। গতকাল সন্ধ্যা ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।
হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজালাল আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসার ফেরার পথে কার্গো ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ওই মোটরসাইকেল আরোহী। মরদেহ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।