হালিশহরে জামায়াতের উঠান বৈঠক

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, দেশের জনগণ স্বাধীনতার ৫৪ বছর পরও সুখভোগ করতে পারেনি। জনসাধারণ দীর্ঘদিন তাদের ভোটাধিকার, ভাতের অধিকার ও কথা বলার অধিকার হারিয়েছিল। অনেক জীবন, আহত, পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ৫ আগস্ট তথা ৩৬ জুলাই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। গুম, খুন, জুলুমের অবসান ঘটে স্বৈরাচার পালিয়ে যায়।

গতকাল শনিবার বন্দর থানার ৩৭ নম্বর উত্তর মধ্য হালিশহর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে স্থানীয় মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রধান বক্তা ছিলেন সাবেক কাউন্সিলর শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা আমির মাহমুদুল আলম চৌধুরী, মোহাম্মদ হোসেন, ওয়ার্ড জামায়াতের সভাপতি জাহিদ হোসেন, ওয়ার্ড সেক্রেটারি মমতাজ উদ্দীন, আলতাফ হোসেন, আখতার উদ্দীন, অ্যাড. মোর্শেদ আলম, মোহাম্মদ আলী, ওয়ার্ড শিবিরের সভাপতি আফ্রিদি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতির ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল
পরবর্তী নিবন্ধমৈতলা সদ্ধর্ম জ্যোতি বিহারে চীবর দান