হালিশহরে গ্যারেজের প্রহরী খুনের দায়ে দুজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরের সবুজবাগে অটোরিকশা গ্যারেজের প্রহরী রবিউল আলম খুনের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আারও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

তারা হলেন, আলমগীর হোসেন ও আবু তাহের। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এই রায় ঘোষণা করেন। এ সময় আলমগীর হোসেন কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি আবু তাহের পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নোমান চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি চুরির ঘটনা দেখে ফেলায় রবিউল আলমকে খুন করা হয়। পুরো বিচার প্রক্রিয়ায় ১৪ জনের সাক্ষ্য নিয়েছেন বিচারক। আদালতসূত্র জানায়, ২০০৫ সালের ১৯ ডিসেম্বর সিএনজিচালিত অটোরিকশা গ্যারেজ থেকে হাতপা বাঁধা রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ। রবিউল ওই গ্যারেজে প্রহরীর কাজ করতেন। এ ঘটনায় রবিউলের স্ত্রী হালিশহর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০০৮ সালের ৯ জুন দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এর পর ২০০৯ সালের ৮ জুলাই তাদের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ভাসছে সাতকানিয়া চন্দনাইশ
পরবর্তী নিবন্ধনিম্নাঞ্চল প্লাবিত, পাহাড় ধস উপড়ে পড়েছে গাছ