নগরীর হালিশহরের বি–ব্লকের ২ নম্বর রোডে এক গৃহবধূর ঘরের আসবাবপত্র ভাঙচুর ও তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেছে ভুক্তভোগী। মামলায় অভিযুক্তরা হলেন, দেবর রশিদুল আলম জিকু, মামা শশুর এমদাদুল হক, ননদ রুম্পা আফরোজ ও জসিম উদ্দিন নামের অপর একজন।
গত বুধবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালতে ভুক্তভোগী লাভলী সোলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদীর আইনজীবী মোহাম্মদ ইয়াকুব এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দিতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
আদালতসূত্র জানায়, বাদী লাভলী সোলতানা মামলার আরজিতে উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাদী ও তার স্বামীকে শাশুড়ির জায়গা থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই অভিযুক্তরা ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুরসহ বাদীকে ঘর থেকে বের করে দেয়া হয় এবং হেমার দিয়ে ঘরের দেয়াল ভাংচুরের চেষ্টা করেন। এতে বাধা দিলে বাদী ও বাদীর মাকে মারধর এবং বাদীকে শ্লীলতাহানি করা হয়। অভিযুক্তরা ঘরের আসবাসপত্র নিয়ে যায় বলেও মামলার আরজিতে বলা হয়।