হালিশহরে গুদামে ব্যবসায়ীর লাশ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি দোকানের গুদাম থেকে আবু মোতালেব (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।  মৃত আবু মোতালেব কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে বসুন্ধরা এলাকার জাহানারা ম্যানশন নামে একটি ভবনে থাকতেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, নগরীর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে পরিবার নিয়ে থাকতেন মোতলেব। দুই দিন বাসায় না ফেরায় গত ১২ জুন তার স্ত্রী হালিশহর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। যেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে সেটা ছিল দোকানের গোডাউন। মোতালেব ইলেকট্রনিক্স দোকানের মালিক। আশপাশের বাসিন্দারা একটি বাসা থেকে দুর্গন্ধ পেয়ে ৯৯৯ কল দিলে পুলিশ এসে গোডাউনের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। লাশের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। আমাদের ধারণা মোতালেব বিষপানে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ময়নতদন্তের জন্য তার লাশ একটু আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজার্মানির জি-৩ রাইফেলসহ আরসার গান কমান্ডার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধওর নাম লালু মাস্তান