হালিশহরে গলায় ফাঁস দিয়ে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ১২:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর হালিশহরে গলায় ফাঁস দিয়ে এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে হালিশহর থানাধীন ছোটপুল এলাকার আরছের কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহত গার্মেন্টস কর্মীর নাম রুপালি আক্তার (১৮)। সে মো. কামাল উদ্দিনের কন্যা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত রুপালি আক্তারের খালাতো ভাই মো. রাজু বলেন, বৃহস্পতিবার রাতে পরিবারের অজান্তে রুপালি আক্তার রুমের দরজা লক করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে বাইরে থেকে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটা কেউ বলতে পারছেনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধটেকনাফে বন্দুকসহ দুই রোহিঙ্গা ডাকাত গ্রেফতার