নগরীর হালিশহরে কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে ফাহিম মুনতাসির নামে চট্টগ্রাম কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করা এক ছাত্র নিখোঁজ হয়েছেন।ফাহিম মুনতাসিরের বড় বোন আজাদীকে বলেন, গতকাল সোমবার উদ্ভাস কোচিং সেন্টার হালিশহর শাখা থেকে দুপুর ১২টায় আমার ভাই ক্লাস শেষ করে বের হয়ে আর সারাদিন বাসায় ফেরেনি। আমরা তার বন্ধু–বান্ধব সবার কাছ থেকে খোঁজখবর নিয়েছি। কেউ তার খবর দিতে পারছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
সারাদিন ফাহিমের কোনো খোঁজ না পেয়ে তার বাবা ছলিম উল্লাহ হালিশহর থানায় এ ব্যাপারে নিখোঁজ ডায়েরি করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছে। কোচিং থেকে এক সাথে বের হওয়া ফাহিম মুনতাসিরের এক বন্ধুর বরাত দিয়ে পরিবার জানায়, তারা দুপুর ১২টার দিকে বি ব্লক মোড়ে টেম্পো থেকে নেমেছিল মুনতাসির। কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মুনতাসিরের কোন সন্ধান পেলে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ফাহিম মুনতাসিরের বড় বোন।












