বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নগরের মধ্যম হালিশহরের ধোপার দিঘিরপাড় এলাকায় ফাতেমা স্টোর নামে একটি মুদির দোকান পুড়ে গছে। গতকাল মঙ্গলবার ভোর ৫টায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ফয়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি হয়। তবে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।