হালিশহরের এক্সেস রোডে ছুরিকাঘাতে কিশোর খুন

আজাদী অনলাইন | শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ২:২৩ অপরাহ্ণ

নগরীর হালিশহর এক্সেস রোডে ছুরিকাহত হয়ে মো. কাউসার (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাংলানিউজ
নিহত কাউসার হালিশহর ছোটপুল শিপিং কলোনির মো. কামালের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, ছুরির আঘাতে আহত মো. কাউছারকে রাত সাড়ে ৯টার দিকে চমেক হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। রাত সোয়া ১১টার দিকে চমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত শহিদ নামে একজনকে পুলিশ আটক করেছে।
ছুরিকাহত হয়ে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হালিশহর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মুবিন।
তিনি বলেন, “ছোটপুল থেকে বড়পুল এক্সেস রোডের কোনো এক স্থানে ছুরির আঘাতে আহত হয়ে একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইভ টিজিং সংক্রান্ত ঘটনায় এ হত্যা বলে শুনেছি। এ ঘটনায় একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে আটক আছে।”

পূর্ববর্তী নিবন্ধদক্ষ শ্রমিক পাঠানো গেলে প্রবাসী আয় বাড়বে চারগুণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মাইক্রোবাস উল্টে নারীর মৃত্যু