হালনাগাদে বৃহত্তর চট্টগ্রামে এবার ৫ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। আগে বৃহত্তর চট্টগ্রামে মোট ভোটার ছিলেন প্রায় ৯৫ লাখ। এবারের হালনাগাদে নতুন ৫ লাখ ভোটার যুক্ত হলে বৃহত্তর চট্টগ্রাম তথা চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে নতুন ভোটার সংখ্যা হবে ১ কোটি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন এই ভোটাররা। এদের তথ্য খসড়া সম্পূরক তালিকায় আজ বোরবার প্রকাশ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। তিনি আজাদীকে বলেন, প্রত্যেক উপজেলায় নির্বাচন কর্মকর্তারা রোববার দ্বিতীয় দফা হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবেন। এবারের হালনাগাদে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে মোট ৫ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এদেরই তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে রোববার। উপজেলা কর্মকর্তারা এই তালিকা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন। আগের প্রায় ৯৫ লাখ ভোটারের সাথে নতুন ৫ লাখ ভোটার যুক্ত হবে। হালনাগাদে ভোটার বেশি হয় চট্টগ্রামে। এরপর কঙবাজারে। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভোটার কম।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করেছেন। ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত এদের ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণ) কার্যক্রম সম্পন্ন হয়। এই সময়ের মধ্যে চট্টগ্রাম মহানগরী ও জেলায় হালনাগাদ ভোটার তালিকায় ছবিসহ নতুন ভোটার নিবন্ধিত হয়েছে ৩ লাখ ৪২৮৩ জন। এর মধ্যে ১৫ উপজেলায় ছবিসহ নতুন ভোটার নিবন্ধিত হয়েছে ২ লাখ ৫২,২৮৩ জন। চট্টগ্রাম মহানগরীতে ছবিসহ নিবন্ধিত হয়েছে ৫২ হাজার নতুন ভোটার। এদের মধ্যে যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদে চট্টগ্রাম মহানগরী ও জেলায় ৯৩,৮৩৭ জন মৃত ভোটার কর্র্তন করা হয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় নিজেদের ভোটার স্থানান্তর করা হয়েছে ২৪,৭৯৯ জনের।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশের পর এতে কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন। সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি–বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত (ফরম–২, ফরম–১২, ফরম–১৩ ও ফরম–১৪ এর মাধ্যমে দরখাস্ত করতে হবে) দাখিল করা যাবে ২১ আগস্ট পর্যন্ত। দাখিলকৃত দরখাস্তগুলো সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তি শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে।