হালদা রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে কর্মশালায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার | শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৭:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা বলেছেন, চট্টগ্রামের লাইফ লাইন হিসেবে খ্যাত হালদা নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মহানগরীতে বসবাসরত লাখ লাখ মানুষের নিরাপদ পানির সংস্থান করে এই হালদা নদী। হালদা নদীর অনেক বৈশিষ্ট্য রয়েছে, যার জন্য এই নদীকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এই নদী দেশের গর্ব। দেশের ৬৪ জেলার ৬৪ নদীকে দূষণ মুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

গতকাল বৃহস্পতিবার হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সুরক্ষা সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক স্টেক হোল্ডারদের অবহিতকরণ ওয়ার্কশপ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে হালদা নদীকে দূষণ মুক্ত করার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। হালদা বাঁচলে চট্টগ্রাম তথা হালদা পাড়ের মানুষ বাঁচবে। তাই দেশের এই সম্পদ যে কোন কিছুর বিনিময়ে রক্ষা করা প্রশাসনসহ প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম এই ওয়ার্কশপের আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক, কুমিল্লা মো. আনোয়ার হোসেন।

প্রধান আলোচক ছিলেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন কৃষি বিভাগ চট্টগ্রামের উপপরিচালক আতিকুল্ল্যাহ, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহীন বাদশা। গণমাধ্যম কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, মো. সালাউদ্দিন রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনউপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন ও উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার, গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদ আলম শিমুল, বোরহান উদ্দিন ও সুমন পল্লব।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের কারখানা পরিদর্শন
পরবর্তী নিবন্ধপাওনা টাকা চাওয়ায় চা দোকানিকে কুপিয়ে জখম