হালদা নদী বিষয়ে গবেষণারত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে গবেষণারত শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে এক সভা চবি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি এবং হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়ার সভাপতিত্বে চবি ল্যাবরেটরিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইন্টিগ্রেটড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আই ডি এফ) এর প্রধান নির্বাহী জহিরুল আলম। প্রধান অতিথি তরুণ গবেষকদের নদী নিয়ে গবেষণা কাজ করার জন্য ধন্যবাদ জানান এবং তিনি এই তরুণ গবেষকরা তাদের একাডেমিক ডিগ্রী শেষে তাদের অর্জিত জ্ঞান দিয়ে সারাদেশের নদী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এতে উপস্থিত ছিলেন আইডিএফ এর প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর শহিদুল আমিন চৌধুরী, সদস্য বেগম জহিরুল আলম, চট্টগ্রাম কো–অর্ডিনেটর শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা আবু নাসের সিদ্দিক কিরন প্রমুখ।












