সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত হাটহাজারী প্রবাসীদের সংগঠন হাটহাজারী সমিতি–সংযুক্ত আরব আমিরাত আয়োজিত হালদা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১ মার্চ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম। টুর্নামেন্টে মোট ১২টি দল তথা ১০ টি ইউনিয়ন পরিষদ, হাটহাজারী পৌরসভা, ১নং দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ড অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় টাইব্রেকারে ধলই ইউনিয়নকে ৫–৩ গোলের ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দক্ষিণ পাহাড়তলী সিটি দল। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় দক্ষিণ পাহাড়তলী সিটি দলের অধিনায়ক জাহেদ পারভেজ। ৬টি গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন দক্ষিণ পাহাড়তলী দলের মোহাম্মদ আকতার। সেরা গোলকিপার হন ধলই ইউনিয়ন দলের ফরহাদ হোসাইন খোকন। টুর্নামেন্টের সেরা সুশৃঙ্খল দলের পুরস্কার অর্জন করে নাঙ্গলমোরা ইউনিয়ন।











