হালদা পাড়ে মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে কর্মশালা

রাউজান প্রতিনিধি | বুধবার , ৭ মে, ২০২৫ at ৮:০৮ পূর্বাহ্ণ

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) মৎস্য প্রজননক্ষেত্র সুরক্ষা, সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্টেকহোল্ডারদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয় নোয়াপাড়া ইউনিয়নের হালদা পাড় কচুখাইনে। মৎস্য অধিদপ্তর আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, প্রধান আলোচকের বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বক্তব্য রাখেন হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রকল্প পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজাদী, নদী পরিব্রাজক দল জেলার সভাপতি এস এম খোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন
পরবর্তী নিবন্ধতরুণদের অধিকার প্রতিষ্ঠা না হলে দেশে কোনো পরিবর্তন সম্ভব নয়