চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন গতকাল সোমবার হালদা নদী পরিদর্শন করেছেন। তিনি রামদাস মুন্সিরহাট থেকে ইঞ্জিন চালিত নৌকা যোগে গড়দুয়ারা নয়াহাট যান। এ সময় তিনি নদীর বিভিন্নস্থান পরিদর্শন করেন। পাশাপাশি মাছ চুরি বন্ধে নদীর পাড়ে স্থাপিত সিসিটিভি ক্যামরা এবং নয়াহাটে পিকেএস ও আইডিএফ স্থাপিত হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের হ্যাচারিতে ডিম থেকে রেনু ফোটানোর বিষয়টি প্রত্যক্ষ করেন।
এ সময় চট্টগ্রাম নৌ পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া, চবি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মনজুরুল কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।