হালদা নদীর স্বেচ্ছাসেবকদের সাথে চট্টগ্রামের নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের মতবিনিময় গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এই সভার আয়োজন করে। গড়দুয়ারা নয়াহাট এলাকার আইডিএফ কার্যালয় চত্বরে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আইডিএফের প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর শহিদুল আমিন চৌধুরী, জোনাল কো-অর্ডিনেটর শাহ আলম, হাটহাজারী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, চবি প্রানীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, চট্টগ্রাম নৌ পুলিশের নবাগত এএসপি বেলায়েত হোসেন, নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, এডভোকেট ফয়েজুল ইসলাম, ডিম সংগ্রহকারী কামালউদ্দিন সওদাগর, রওশনগীর আলম। সভায় হালদা নদী, জীববৈচিত্র্য ও ডলফিন রক্ষা এবং নদী দূষণ রোধের জন্য নানা উদ্যোগের বিষয় নিয়ে আলোচনা করা হয়।