হালদা নদীতে মা মাছের আনাগোনা

ডিম আহরণ উৎসবের প্রস্ততি

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৩ মে, ২০২১ at ৯:৫৩ অপরাহ্ণ

হালদা নদীতে মা মাছের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সামনে ডিম ছাড়ার মৌসুম। ডিম সংগ্রহ উৎসবের প্রস্ততি চলছে। ইতিমধ্যে ডিম সংগ্রকারীরা ডিম আহরণের জন্য নৌকা, জালসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্ততিতে ব্যস্ত সময় কাটাচ্ছে। এখন থেকে মা মাছ হালদা নদীর সংযোগ বিভিন্ন খাল ও ছড়া থেকে নদীতে আসতে শুরু করেছে।
মাছের আনাগোনা দেখে নদী থেকে ডিম সংগ্রহকারী ও পোনা উৎপাদনকারীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা দেখা দিয়েছে।
নদীর দুই পাড়ের ডিম সংগ্রহকারীরা প্রতিদিন মাছের আনাগোনা দেখতে নদীর পাড়ে ভিড় জমাচ্ছে।
গত দুই দিন রাতে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির আলামত দেখে ডিম সংগ্রহকারীরা নদীর পাড়ে অপেক্ষায় ছিল কিন্তু মাবস্যা, অষ্টমী কিংবা পূর্ণিমার তিথি না থাকায় ডিম ছাড়া নিয়ে কিছুটা শংকার মধ্যে রয়েছে তারা।
ইতিমধ্যে অষ্টমীর জো শুরু হয়েছে। এর মধ্যে প্রবল বর্ষণ সহ বৃষ্টিপাত হলেই মাছ ডিম ছাড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল জোয়ারের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নগণ্য পরিমাণ ডিম ছেড়েছিল মাছ। তবে এ ডিমকে নমুনা ডিম বলা যাবে না বলে মত প্রকাশ করেন হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।
তিনি বলেন, “এখন মাছের পেট ভর্তি ডিম। হয়তো জোয়ারের প্রকোপে নগণ্য পরিমাণ ডিম ছেড়েছে মাছ।”

পূর্ববর্তী নিবন্ধ‘দিদি’ শপথ নিচ্ছেন বুধবার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে বিপ্লব বড়ুয়ার ঈদ উপহার