হালদা নদীতে অভিযানে জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১০:২৬ অপরাহ্ণ

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী তথা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজে অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (২০ মে) নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫শ’ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন জানান, হালদায় ডিম ছাড়ার জো(তিথি) আসন্ন। মা মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে। তাই উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযানও বাড়িয়েছে।
কার্প জাতীয় মাছের বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ রক্ষায় আজ বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে।
হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।
আনসার সদস্য, সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান এবং আইডিএফ অভিযানে সহায়তা করেন জানিয়ে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকের প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে হারাতে হলো ৫৪ হাজার টাকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ অনিশ্চিত!