হালদা নদী থেকে ২৫ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে দক্ষিণ বাড়ীঘোনা উত্তর মসজিদের পাশ থেকে আইডিএফের সহায়তায় ডলফিনটি উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মনজুরুল কিবরীয়া বলেন, হালদা নদী থেকে ৪ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ পুলিশ এবং আইডিএফের সদস্যরা। ডলফিন শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডলফিনটি থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা যাচ্ছে কয়েকদিন আগে মারা গেছে এবং ভাটায় তা হালদার পাড়ে ভেসে উঠেছে।












