হালদা থেকে ২০টি ফিক্সড ইঞ্জিন অপসারণ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, জোয়ার ভাটার নদী, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে গতকাল বুধবার নৌ-পুলিশ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিশটি ফিক্সড ইঞ্জিন অপসারণ করা হয়েছে। তাছাড়া তিন হাজার মিটার সুতার ভাষান জাল জব্দ করা হয়েছে। হালদা নদীর কচুখাইন এলাকা থেকে কর্ণফুলীর মোহনা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। সদরঘাট নৌ থানা, চট্টগ্রামের অফিসার ইনচার্জ এ বি এমন মিজানুর রহমান জানান, গতকাল বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সদরঘাট নৌ থানার একটি নৌ টহলদল হালদা নদীর কচুখাইন হতে হালদা-কর্ণফুলীর মোহনা পর্যন্ত এলাকা হতে বেহুন্দি জাল বসানোর জন্য নদীতে স্থাপন করা বিশটি ফিঙড ইঞ্জিন অপসারণ করেন এবং এসময় তিন হাজার মিটার সুতার ভাষান জাল জব্দ করা হয়। স্থাপিত ফিঙড ইঞ্জিনের মাধ্যমে রাতের আঁধারে বেহুন্দি জাল পাতানো হতো। বিশেষ কৌশলে পাতানো জাল নদীতে পাতানোর পর পানির নীচে চলে যাওয়ায় দৃশ্যমান হতো না। শুধুমাত্র জোয়ার-ভাটার মধ্যবর্তী পানির স্থিতিকালীন সময়ে তা ভেসে উঠে। একটি চক্র কৌশলে জাল পেতে হালদায় মাছ শিকার করতো। গতকাল বুধবার অভিযানের মাধ্যমে এটি নির্মূল করা হয়েছে। হালদার মা মাছ ও জীব বৈচিত্র রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণাটকে হিজাব নিয়ে উত্তেজনা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় শিশু নিহতের ঘটনায় মামলা