হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার

রাউজান ও হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৮ পূর্বাহ্ণ

হালদা নদী থেকে গতকাল বুধবার দুপুরে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের আজিমের ঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। মরে পচনধরা ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট ও প্রস্থ ২৮ ইঞ্চি। হালদা থেকে এ পর্যন্ত ৪৪টি মরা ডলফিন উদ্ধার করা হয়েছে।

জানা যায়, বিনাজুরি ইউনিয়নস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফ’র কার্যালয় সংলগ্ন নদী থেকে ভাসমান মৃত ডলফিনটি উদ্ধার করে আইডিএফ কার্যালয়ে নিয়ে আসা হয়। রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন সেখানে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। ডলফিনটির গায়ে কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

উল্লেখ্য, গতকাল বুধবার পূর্ণ জোয়ার ছিল ৭টা ২০ মিনিটে এবং সাড়ে ১২টা নাগাদ ডলফিনটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ থেকে অনুমান করা হচ্ছে যে, নদীর উজানের দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও হালদা গবেষক অধ্যাপক ড. মো. মঞ্জরুল কিবরিয়া হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমি-অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা
পরবর্তী নিবন্ধশিক্ষাব্যবস্থার জাতীয়করণ চায় ঐক্য পার্টি