হালদা থেকে গতকাল সকাল ১০ টার দিকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। দিদারুল আলম নামে এক ব্যক্তি সিপাহীর ঘাট এলাকা থেকে মৃত ডলফিনটি ভাসমান অবস্থায় উদ্ধার করেন। মৃত ডলফিনটির গায়ে দুটি আঘাতের চিহ্ন রয়েছে । এর দৈর্ঘ্য ৫ ফুট ও ওজন ২০কেজি। এই নিয়ে হালদায় ৩২টি ডলফিনের মারা গেছে। । গতকাল রবিবার আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস ছিল। এই দিবসে হালদা নদীর মিঠা পানি থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।