হালদা থেকে ডিমওয়ালা মরা মাছ উদ্ধার

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ডিমওয়ালা মরা মাছ উদ্ধার করা হয়েছে। গতকাল মাছটি উদ্ধার করা হয়। হালদার ডিম সংগ্রহকারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রোশাঙ্গীর আলম বলেন, উদ্ধার করা মৃগেল মাছটির মাথার নিচে আঘাতে চিহ্ন রয়েছে। মাছটি মরে পচনধরায় নদী থেকে উঠিয়ে আজিমের ঘাট এলাকায় মাটি চাপা দেয়। এর আগে মরা মাছটি উদ্ধার করার বিষয়টি রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদীকে বলেন, মা মাছটির পেট ভর্তি ডিম ছিল। গত কয়েক মাস ধরে পরিচালিত অভিযানে অর্ধলক্ষাধিক মিটার জাল নদী থেকে জব্দ করে পুড়ে ফেলা হয়েছে। এখন মাছ চোরেরা ভিন্ন কৌশলে মাছ শিকার করছে বলে খবর পাওয়া যাচ্ছে। ধারণা করছি পেটে ডিম নিয়ে দুর্বল হয়ে থাকা মাছটি হয়ত নদী কিনারায় বিচরণের সময় কেউ শক্ত কিছু দিয়ে আঘাত করে ধরতে চেয়েছিল। মরে পঁচন ধরা মাছটি প্রাথমিক সুরতহাল করে মাটিচাপা দেয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বলেন, এপ্রিল থেকে জুনের শেষ সময় পর্যন্ত হালদার মা মাছের প্রজনন মৌসুম। এ সময় পেটে ডিম নিয়ে মা মাছ মরার ঘটনা উদ্বেগজনক।

উল্লেখ্য যে, গত ৪ মে হাটহাজারী উপজেলার মাদার্শা রামদাশ হাট এলাকা থেকেও পাঁচ কেজি ওজনের অপর একটি মরা কাতলা মাছ উদ্ধার করা হয়েছিল। গত বছর ভিন্ন ভিন্ন সময় হালদায় মরে ভেসে উঠেছিল ৬টি বড় মা মাছ ও ৩টি ডলফিন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় চুরি হওয়া মোটরসাইকেল মহেশখালীতে উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রাণ হারালেন ১০৩ ফিলিস্তিনি বেশির ভাগই নারী ও শিশু