হালদা নদীতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে। গতকাল শুক্রবার ভোরে হালদা নদীর মোহনা, ছায়ারচর ও কচুখাইন এলাকা পরিচালিত অভিযানে আড়াই হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
নৌ পুলিশ হাটহাজারী ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক জানান, গতকাল শুক্রবার নৌ পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনের নিদের্শনায় হালদায় অভিযান পরিচালনা করে আড়াই হাজার মিটার চর ঘেরা জাল জব্দ করা হয়েছে। নদীতে মাছের মজুদ বৃদ্ধি ও জীব বৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।